৩৬ নং সাজেক ইউনিয়ন পরিষদ
সাজেক বাংলাদেশের রাঙ্গামাটি জেলার অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার একটি ইউনিয়ন। সাজেক ইউনিয়নের আয়তন ৪,৩৭,৭৬০ একর (১৭৭১.৫৫ বর্গ কিলোমিটার)। এটি আয়তনের দিক থেকে চট্টগ্রাম বিভাগের সবচেয়ে বড় ইউনিয়ন। ২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী ইউনিয়নের জনসংখ্যা ৩১,৪৮৫জন। এর মধ্যে ২২,৫৬০জন বৌদ্ধ, ৫,৫২৪জন হিন্দু, ২,৮৯৫জন মুসলিম, ৫০৩জন খ্রিস্টান ও ৩জন অন্যান্য ধর্মের অনুসারী। বাঘাইছড়ি উপজেলার উত্তরাংশ জুড়ে সাজেক ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৬৫ কিলোমিটার। এ ইউনিয়নের দক্ষিণে মারিশ্যা ইউনিয়ন; পশ্চিমে রূপকারী ইউনিয়ন, বঙ্গলতলী ইউনিয়ন, খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়ন, দীঘিনালা ইউনিয়ন ও বাবুছড়া ইউনিয়ন; উত্তরে ভারতের ত্রিপুরা প্রদেশ এবং পূর্বে ভারতের মিজোরাম প্রদেশ অবস্থিত। সাজেক ইউনিয়ন বাঘাইছড়ি উপজেলার আওতাধীন ৩৬নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম সাজেক থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯৯নং নির্বাচনী এলাকা পার্বত্য রাঙ্গামাটি এর অংশ।